Nirjon_ahmed

কবি হেলাল হাফিজ পরলোক গমন করলেন। 
          	কবির সাথে কোনদিন দেখা হয়নি, কথা হয়নি, কিন্তু প্রতিবার দূর থেকে যখন দেখতাম তাকে, মনে হতো, আপন মানুষ। 
          	এই বাংলাদেশে এখনও বেঁচে আছে, এমন খুব কম মানুষকে আমি শ্রদ্ধা ও সম্মান করি। বেশিরভাগ মানুষই খুব ক্ষুদ্র, তাদের কিছুটা কাছে গেলেই জানা যায়, তারা আমাদের সম্মান পাওয়ার যোগ্যতাই রাখেন না। 
          	যে অল্প ক'জন মানুষকে সত্যিই শ্রদ্ধা করা যায়, যাদের দেখলে সত্যিই মাথা নত হয়ে আসে, তাদের একজন ছিলেন হেলাল হাফিজ। 
          	হেলাল হাফিজ ছিলেন শুদ্ধতম কবি। একজন নারীর জন্য, একজন নারীকে ভালোবেসে, হেসেখেলে যে একটা জীবন শেষ করে দেয়া যায়, তার অকাট্য প্রমাণ। আমি হেলাল হাফিজকে কবি হিসেবে যতোটা নয়, তার চেয়ে বেশি চিনি হেলেনের প্রেমিক হিসেবে। আর একজন সত্যিকারের প্রেমিকের পক্ষেই লেখা সম্ভব প্রেমের শুদ্ধতম পংক্তি।  
          	বিদায়, হেলাল হাফিজ। পুনর্জন্ম হয় যদি আপনার, আশা করি এবারে আপনি কবি হিসেবে নয়, জন্ম নেবেন একজন সাধারণ মানুষ হিসেবে, যে আমৃত্যু সঙ্গ পাবে তার হেলেনকে।

monmridha

নির্জন ভাই, এক বছর হয়ে আপনার লেখা পাই না। পাঠকদের আর কতো কষ্ট দিবেন! ফিরে আসুন ভাই। এখানে লিখতে কোনো সমস্যা হলে গসিপে লিখুন, তাও ফিরে আসুন।
          এভাবে না লিখতে লিখতে গল্প লেখা ভুলে গেলে আমাদের পাঠকদের কি হবে বলেনতো!

Kettso90

নির্জন ভাই এর সব গল্পগুলো কোথায় পাওয়া যাবে? নির্জন ভাই কি এখন কোন সাইটে গল্প লিখছেন, আর এগুলো কিভাবে পেতে পারি?

Redwan130896

প্রিয় নির্জন ভাই,আপনার লেখা আমি বহুদিন ধরে পড়ি। ইরোটিকাকে দেশে অনেকেই সাহিত্যের মর্যাদা দেয় না। কিন্তু আমার কাছে এটা অসম্ভব আপন একটি ক্ষেত্র। আমি একজন চিকিৎসক, নিজ অভিজ্ঞতা বলে আমিও অল্পবিস্তর লেখালেখি করেছি। নেটে তার কিছু প্রমাণ বহন করে। 
          আপনি লিখবেন, বেনামে হলেও
          আপনার লেখার একজন একনিষ্ঠ পাঠক
          রেদোয়ান

monmridha

নির্জন ভাই, কেমন আছেন। ভাই, ঈদের ছুটি তো শুরু হয়ে গেছে। এই ছুটিতে আমাদের দিকে তাকিয়ে হলেও ফিরে আসুন। আপনার গল্প 'জ্যোৎনার শরীরের স্বাদ' আবার লেখা শুরু করুন। এটা আপনার পাঠকের কাছ থেকে অনুরোধ রইলো ভাই।

monmridha

আরেএএ নির্জন ভাই! কবে যে আবার লেখালেখি শুরু করবেন কে জানে! শীত প্রায় শেষে হয়ে গেলো আপনার লেখার  প্রহর গুনে। এখানে না লিখলেও গসিপে লিখতে পারেন। আপনার মতো ভালো লেখকের অনেক কিছু দেয়ার আছে আমাদের মতো পাঠকদের।

Tushar5311

দাদা আপনার লেখা খুব মিস করতেছি। 
          জানিনা কি কারনে লেখা বন্ধ হয়ে গেছে। আপনার লিখার অধীর আগ্রহে বসে থাকি। যদি এই প্লাটফর্মে না লিখে থাকেন অন্য কোথাও লিখলে সেটা জানাবেন। আপনার প্রাণবন্ত ইরোটিক  গল্পগুলো প্রেমে পড়ে যাই বারবার।
          ভালোবাসা নিবেন।